গাজীপুরে ভুয়া র্যাব পরিচয়ে চাঁদাবাজির সংবাদ প্রকাশ করায়,সংবাদকর্মীকে প্রান নাশের হুমকি 444 0
গাজীপুরে ভুয়া র্যাব পরিচয়ে চাঁদাবাজির সংবাদ প্রকাশ করায়,সংবাদকর্মীকে প্রান নাশের হুমকি
গাজীপরে সংবাদ প্রকাশের জের ধরে দৈনিক দেশেরপত্র পত্রিকার গাজীপুর জেলা প্রতিনিধি মো. আশিকুর রহমানকে হত্যার হুমকি-ধামকির ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি)। সোমবার রাতে বাসন থানায় জিডি করেন সংবাদকর্মী আশিকুর রহমান।যার জিডি নং: ৯৮৫,তারিখ-২৬-০৪-২০২১ ইং
জিডি সূত্রে জানা যায় সোমবার (২৬ এপ্রিল ২০২১) দুপুরে চান্দনা স্কুল এন্ড কলেজের সামনে হামলা ও হুমকি প্রদান করেন গাছা থানার বাসিন্দা রাশিদুল ইসলামের স্ত্রী মোছা. রিনা আক্তার (৩০)।রিনা আক্তারের বাড়ি পাবনার ইশ্বরদী থানার মুলাডুবি গ্রামে।আরও জানা যায়,জিএমপি‘র ট্রাফিক বিভাগে কর্ম
রত রেকার চালক,পুলিশ সদস্য রাশিদুল ইসলামের দ্বিতীয় স্ত্রী রিনা আক্তার (৩০) । জিডিতে সংবাদকর্মী আশিকুর উল্লেখ করেন, গত ২১ মার্চ ২০২১ইং বিবাদী রিনা আক্তার ও তার সংঘবদ্ধ সহযোগীদের নিয়ে গাজীপুর মহানগরের মোগরখাল এলাকার টাঙ্গাইল মিষ্টিমুখ নামের খাবার হোটেলে র্যাব পরিচয়ে চাঁদাবাজি করতে যান রিনা আক্তার। এসময় স্থানীয় জনগণের সন্দেহ হলে তাকে আটক করে নিকটস্থ জিএমপি‘র বাসন থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে বাসন থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেফতার করে।ভূয়া র্যাব পরিচয়ে চাঁদাবাজির এ ঘটনায় শতভাগ নিশ্চিত হয়ে পুলিশ বাদি হয়ে বাসন থানায় ১৭০/৪১৯/৪২০/৩৮৫/১০৯ ধারা উল্লেখ পূর্বক মামলা রুজ্জু করেন । বাসন থানার মামলা নং ৩৬/২০২১ইং এ গ্রেপ্তার দেখিয়ে কোর্টে চালান করে দেয়। এ ঘটনায় বিষদ বিবরন দিয়ে বহুল প্রচারিত স্থানীয় ও জাতীয় একাধিক পত্রিকায় সংবাদটি প্রকাশিত হয় । ঐদিন দৈনিক দেশেরপত্রের অনলাইনে ভাসর্নে সংবাদটি প্রকাশ করা হয়।
তিনি আরও জানান, সংবাদ প্রকাশের জেরে রিনা আক্তার জামিনে বেরিয়ে এসে সাঙ্গপাঙ্গ নিয়ে তার উপর নজরদারি করতে থাকে। এদিকে পেশাগত দায়িত্বপালনকালে ২৬ এপ্রিল দুপুর দেড়টার দিকে চান্দিনা স্কুল এন্ড কলেজের সামনে রিনা আক্তারের দেখা হলেে আমাকে অকথ্য ভাষায় গালি-গালাজ ও মারমুখী আচরণ করে। এসময় আশেপাশের লোকজন এগিয়ে আসলে ‘ভবিষ্যতে সুযোগমতো পাইলে খুন করার হুমকি ও পত্রিকায় নিউজ করার সাধ মিটাইয়া দিবে’ এমন কথা বলে তাৎক্ষনিক রিনা ও তার সাঙ্গপাঙ্গরা সটকে পড়ে ।
এদিকে এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গাজীপুরের সাংবাদিক সমাজ।এছাড়াও বাংলাদেশ সাংবাদকি জোট ফাউন্ডেশনের গাজীপুর জেলা শাখার পক্ষ থেকে তীব্র নিন্দা জানানো হয়েছে। এ ঘটনায় জড়িত রিনা আক্তার সহ সাঙ্গপাঙ্গদের জামিন বাতিল করে পুনরায় গ্রেফতারের দাবিও জানান গাজীপুরের সাংবাদিক মহল ।